জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সিরিজ বৈঠক
রাষ্ট্র সংস্কারের বিভিন্ন বিষয়ে বিশেষ করে সংবিধান সংস্কারসংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলোয় দ্বিমত পোষণ করেছে বিএনপিসহ বেশিরভাগ রাজনৈতিক দল। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে দলগুলো কিছু প্রস্তাবে একমত হলেও তা বাস্তবায়নের বিষয়টি জাতীয় সংসদের ওপর ছেড়ে দিতে বলেছে।
২০২৪ সালের ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের একটি অনিবার্য উদ্যোগ সর্বত্র পরিলক্ষিত হয়।
রাষ্ট্র সংস্কার জনগণের দীর্ঘদিনের দাবি উল্লেখ করে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, আমরা সবাই একমত দেশে রাষ্ট্র সংস্কার জরুরি। এ উদ্যোগ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নেওয়া হলেও এ দাবি জনগণের।